Monday 18 May 2020

My first test poem

সত্যিটা বল
সাইমুম হাবিব 

কতটুক ছেলে তুই, কতোবড় চুল তোর!
এটা ঠিক করে বল- তা কী নয় ভুল তোর?
পড়া ছেড়ে পাঠ ফেলে ভবঘুরে এলে ঠিক 
বেঁচে যাবি? পার পাবি? সংসার ফেলে ঠিক। 

সারাদিন আয় নেই, ব্যয় যেটা করে খাস
সেই টাকা কার কাছে, কীভাবে তা বল- পাস?
ধান্দাটা করে নাকি? সেটা কোন ধান্দাতে?
কোনভাবে দেয় তোকে, বল- কোন বান্দাতে?

তোর দিকে চেয়ে কেউ মন্দটা বলবে না 
ভালোটাও মেনে নিতে কারো মন গলবে না,
ভালো করে চেয়ে দেখ, ঘুরেফিরে  বিশ পাড়া
কে কে আছে? তোর মতো ছেলে ঠিক দিশ হারা!

No comments:

Post a Comment